thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

এরশাদ সুস্থ হচ্ছেন

২০১৯ জানুয়ারি ২৪ ১৭:৪৮:১০
এরশাদ সুস্থ হচ্ছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে আছেন।

এইচ এম এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার জানিয়েছেন, বৃহস্পতিবার সকালের নাস্তা ও দুপুরের খাবার নিজ হাতে খেয়েছেন চেয়ারে বসেই। রুমে ও ব্যালকনিতে পায়চারিও করেছেন।

খালেদ আরো জানান, সময়মত ওষুধ খাচ্ছেন এইচ এম এরশাদ।

মঙ্গলবার এইচ এম এরশাদের ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানান, এইচ এম এরশাদের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। কয়েকদিনের মধ্যে তিনি শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গত ২০ জানুয়ারি সিঙ্গাপুর যান এইচ এম এরশাদ। খালেদ আখতার ছাড়াও এরশাদের সঙ্গে আছেন তাঁর ছোট ভাই হুসেইন মোর্শেদ এবং মোর্শেদের স্ত্রী রুখসানা খান মোর্শেদ।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর