thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার

২০১৯ জানুয়ারি ২৯ ১১:৪৬:১৮
আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার

দ্য রিপোর্ট প্রতিবেদক : শ্রীলঙ্কায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্টতায় আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) র‌্যাব হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জানান, সোমবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাদের বিস্তারিত পরিচয় জানাননি তিনি।

র‌্যাব জানায়, ডিসেম্বরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে শ্রীলঙ্কার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই আন্তর্জাতিক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত রয়েছে এই পাঁচজন। শ্রীলঙ্কার ইতিহাসে মাদকের সবচেয়ে বড় চালানসহ বগুড়ার মোহাম্মদ জামালউদ্দিন ও জয়পুরহাটের দেওয়ান রফিউল ইসলামকে গ্রেপ্তার করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর