thereport24.com
ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫ আশ্বিন ১৪২৭,  ১২ সফর 1442

হিরানির যৌন হেনস্তা বিষয়ে মুখ খুললেন সোনম

২০১৯ জানুয়ারি ৩১ ১১:৫০:৩১
হিরানির যৌন হেনস্তা বিষয়ে মুখ খুললেন সোনম

দ্য রিপোর্ট ডেস্ক : চলতি মাসে বলিউডে মিটু আন্দোলনের ধারাবাহিকতায় যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো সিনেমার পরিচালক রাজকুমার হিরানির বিরুদ্ধে।

এ খবরে চোখ যেন চড়াকগাছ হয়েছিল অনেক বলি সেলিব্রেটির।

হিরানির বিপক্ষে এমন অভিযোগ আশাই করেননি তারা। অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন এসেছে।

চলতি মাসে হিরানির এক নারী সহকর্মী অভিযোগ এনেছিলেন- ‘সঞ্জু’ ছবির সেটে তিনি হিরানির দ্বারা একাধিকবার হেনস্তার শিকার হয়েছেন।

ডেকান ক্রনিকেলে ওই নারী বলেন, ‘আমি সামান্য একজন অ্যাসিসট্যান্ট, তাই একজন প্রভাবশালী পরিচালকের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে ভয় পাব ভেবেই আমার সঙ্গে অসভ্য আচরণ করেছেন হিরানি।’

এসব ঘটনা ইমেইলে হিরানির স্ত্রীকেও জানিয়েছেন বলে দাবি করেন ওই নারী।

তবে পরিচালক রাজকুমার হিরানি এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

এবার হিরানির বিরুদ্ধে আনিত সেই যৌন হেনস্তার বিষয়ে সম্প্রতি মুখ খুললেন ‘সাঞ্জু’ চলচ্চিত্রে অভিনয় করা সোনম কাপুর।

‘এক লারকি কো দেখা তো এয়সা লাগা’ নামের এক সিনেমার প্রমোশন সেটে তার কাছে এ বিষয়ে জানতে চাইলে সোনম বলেন, ‘আমি এখনই কোনো রায় দিতে চাই না। পরিচালক হিরানিকে আমি একজন গুণী চলচ্চিত্র নির্মাতা এবং মানুষ হিসেবে সম্মান করি।’

তবে মিটু আন্দোলনকে পুরোপুরি সমর্থন করেন জানিয়ে তিনি বলেন, ‘কিন্তু যদি তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না হয়, তা হলে মিটু আন্দোলন আর সঠিক পথে এগোবে না, সেটি তার মর্যাদা হারাবে।’

এর পর সোনম নিজের নতুন সিনেমার প্রচারণা বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ‘আমার এ নতুন সিনেমাটি আমার জন্য আন্দোলনের মতোই গুরুত্বপূর্ণ। আগে চলচ্চিত্রটি মুক্তি পাক, তার পর হিরানির বিষয়ে কথা বলা যাবে।’

প্রসঙ্গত, গেল বছর মুম্বাই এসেই বিস্ফোরণ ঘটিয়েছিলেন সাবেক মিস ইন্ডিয়া ও বলি তারকা তনুশ্রী দত্ত।

সে বিস্ফোরণে পুড়ে ছাই হয়েছেন বহু বলি পরিচালক ও বর্ষীয়ান অভিনেতা।

যৌন হেনস্তার অভিযোগের শুরুটা হয় বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকারকে দিয়ে।

এর পর তনুশ্রীর দেখাদেখি মুখ খুলেন অনেক বলি সেলিব্রেটিও। অভিযোগের কাতারে দাঁড়াতে হয় বিগবি অমিতাভ বচ্চনসহ গীতিকার আন্নু মালিক, পরিচালক সাজিদ খানসহ অনেককে।

এভাবেই বলিমহলে হ্যাশট্যাগ মিটু আন্দোলনে অভিযুক্ত হয়েছেন অনেক তারকা। এবার সে তালিকায় নতুন যুক্ত হলো পরিচালক রাজকুমার হিরানির নাম।

(দ্য রিপোর্ট/এনটি/জনুয়ারি ৩১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর