thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকরা

২০১৯ ফেব্রুয়ারি ০২ ১৭:০৫:১১
প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকরা

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চা-চক্রে অংশগ্রহণ করেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে এটি শুরু হয়।

এর আগে, বিকেল ৩টা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আসতে শুরু করেন।

জানা গেছে, জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও দলটির কো-চেয়ারম্যান গোলাম মুহম্মদ কাদের চা-চক্রে অংশ নিতে গণভবনে উপস্থিত হয়েছেন।

যুক্তফ্রন্ট ও বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর আমন্ত্রণে যোগ দিয়েছেন চা-চক্রে। এছাড়া আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শীর্ষ নেতারাও চা-চক্রে আছেন।

তবে বাম গণতান্ত্রিক জোট, গণফোরাম সভাপতি এবং জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ কোনো নেতা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চা-চক্রে অংশ নেননি।

বিএনএফ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদাও এ চা-চক্রে যোগ দিয়েছেন বলে গণভবন সূত্রে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর