thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বাঁচা মরার ম্যাচে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটস

২০১৯ ফেব্রুয়ারি ০২ ১৮:৫৬:৫৩
বাঁচা মরার ম্যাচে বোলিংয়ে ঢাকা ডায়নামাইটস

দ্য রিপোর্ট প্রতিবেদক: খুলনা টাইটান্সের বিদায় নিশ্চিত হয়ে গেছে অনেক আগেই। জয় পরাজয়ে আসলে তাদের তেমন কিছু যায় আসে না। তবে বিপিএলের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচটি ঢাকা ডায়নামাইটসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই ম্যাচের উপর নির্ভর করছে টুর্নামেন্টে তাদের টিকে থাকা।

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে হেরেছেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্স অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বর্তমানে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে আছে ঢাকা। আজ হারলে বিদায় নিশ্চিত হয়ে যাবে তাদের। তবে জিতলে কপাল পুড়বে রাজশাহী কিংসের।

এখনো পর্যন্ত ১১ ম্যাচ শেষে ৫ জয় পাওয়া ঢাকা নেট রানরেট রয়েছে ইতিবাচক, +০.৮৬৪। যে কারণে শেষ ম্যাচ জিতে রাজশাহীর সমান ১২ পয়েন্ট হলেও ভালো নেট রানরেটের কারণে এগিয়ে থাকবে তারাই।

এদিকে নিজেদের ১২ ম্যাচের ৬টিতে জিতলেও নেট রানরেট ঠিক রাখতে পারেনি মেহেদি হাসান মিরাজের রাজশাহী। তাদের নামের পাশে রয়েছে -০.৫১৮ নেট রানরেট। তাই এই ম্যাচে রাজশাহী সমর্থকদের প্রার্থনায় থাকবে একটিই বিষয়- সেটি ঢাকার পরাজয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর