thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬,  ২০ জিলহজ ১৪৪০

টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ০৯:৩০:৩১
টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক : প্রথম টেস্টে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাত ৪টায় হ্যামিল্টনে ম্যাচটি শুরু হয়েছে।

ইনজুরির কারণে এ ম্যাচে খেলতে পারছেন না অলরাউন্ডার সাকিব আল হাসান, নিয়মিত উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও কাটার মোস্তাফিজুর রহমান।

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছে ইবাদত হোসেনের।

এর আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

তবে টেস্ট সিরিজে ঘুরে দাড়াতে চায় টাইগাররা।

অতীতে ১৩ টেস্টে মুখোমুখি হয়েছে দুই দল। ১০ ম্যাচে জয় পায় নিউজিল্যান্ড। আর তিন টেস্টে ড্র করতে সক্ষম হয় টাইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, মেহিদি হাসান মিরাজ, খালেদ আহমেদ, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

নিউজিল্যান্ড একাদশ: জিত রাভাল, টম ল্যাথাম, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, টস অ্যাসলে, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর