thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

সারাদিন বৃষ্টি ঝরবে, বন্দরে সতর্কতা

২০১৯ ফেব্রুয়ারি ২৮ ১০:০০:১৯
সারাদিন বৃষ্টি ঝরবে, বন্দরে সতর্কতা

দ্য রিপোর্ট প্রতিবেদক : পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপের কারণে বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সারা দেশে বৃষ্টি ঝরবে।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, রাজধানীসহ সারা দেশে আজ বৃষ্টিপাত থাকবে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে। তবে সন্ধ্যার পর থেকে এটি ক্রমশই কেটে যাবে। তবে শুক্রবার থেকে স্বাভাবিক হতে শুরু করবে আবহাওয়া পরিস্থিতি।

এ কারণে ঢাকা ও দেশের দক্ষিণাঞ্চলের নদীবন্দরগুলোকে দুই নম্বর সতর্ক সংকেত এবং অন্য নদীবন্দরগুলোকে এক নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া কক্সবাজার ও দেশের সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পশ্চিমা লঘুচাপের প্রভাবেই মূলত দেশের আবহাওয়ার বর্তমান অবস্থা।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর