thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

কাশ্মীরে ভারতীয় ৩ নিরপত্তাকর্মীসহ নিহত ৪

২০১৯ মার্চ ০২ ০৮:৪৫:২৪
কাশ্মীরে ভারতীয় ৩ নিরপত্তাকর্মীসহ নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় বন্দুকযুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর তিনজন ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ৪৯ সদস্য নিহত হয়। এর পর থেকে জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসছে ভারতীয় নিরাপত্তা বাহিনী।

শুক্রবার কুপওয়ায় অভিযান পরিচালনার সময় হঠাৎ একটি বাড়ির ভেতর থেকে নিরাপত্তাবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায় এক জঙ্গি। এ সময় অভিযান পরিচালনাকারী ভারতীয় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়। প্রতিবেদনে বলা হয়, বন্দুকযুদ্ধে একজন বেসামরিক লোকও নিহত হয়েছে।

পিটিআইয়ের বরাত দিয়ে বলা হয়, নিরাপত্তা বাহিনী অগ্রসর হলে হামলাকারী পালিয়ে যায়। এ সময় ওই এলাকার মোবাইল নেটওয়ার্ক বন্ধ রাখা হয়।

ওই সূত্রের বরাত দিয়ে আরও জানানো হয়, বন্দুকযুদ্ধের সময় অনন্ত চারজন বেসামরিক লোক আহত হয়েছে।

ভারত দাবি করছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ পুলওয়ামায় আত্মঘাতি হামলার জন্য দায়ী। আর এর পেছনে পাকিস্তান সরকারের মদদ রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর