thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

সিলেটে বাসচাপায় নানি-নাতনি নিহত

২০১৯ ফেব্রুয়ারি ০৬ ০৮:৫৬:৫৫
সিলেটে বাসচাপায় নানি-নাতনি নিহত

সিলেট প্রতিনিধি : সিলেটে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশায় থাকা নানি ও নাতনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের হাজিগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নানি ফরিদা বেগম (৪৫) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পশ্চিম মল্লিকপুর গ্রামের আহসান মিয়ার স্ত্রী ও তার নয় মাস বয়সী নাতনী আফরোজা বেগম তিশা। তার বাবার নাম সেলিম মিয়া।

এসএমপির মোগলাবাজার থানা পুলিশের ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, অটোরিকশায় পাঁচজন সিলেট শহর থেকে ফেঞ্চুগঞ্জে যাচ্ছিল। পথে হাজিগঞ্জ বাজারের ধরমতলা নামক স্থানে বিপরীতমুখী মিনিবাস ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নানি ফরিদা বেগম মারা যান। এসময় আহত হন চারজন।

তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু আফরোজাকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহের ময়নাতদন্তের জন্য একই হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর