thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

গুরুদাসপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

২০১৯ মার্চ ০৭ ১০:২৮:২০
গুরুদাসপুরের ইউএনও-ওসিকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন

নাটোর প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং ওসি সেলিম রেজাকে তিন দিনের মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা পরিষদ চেয়ারম্যানপ্রার্থী জাহিদুল ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমন প্রদক্ষেপ নেয় নির্বাচন কমিশন।

বুধবার (৬ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত নির্দেশনাটি ফ্যাক্সের মাধ্যমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর এসে পৌঁছেছে বলে জানা গেছে।

গুরুদাসপুর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যানপ্রার্থী জাহিদুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনির হোসেন এবং গুরুদাসপুর থানার ওসি সেলিম রেজা নানা কারণে বিতর্কিত।

তারা উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন স্থানে নৌকার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেনের পক্ষে কাজ করছেন। সম্প্রতি বেশ কয়েকটি অনুষ্ঠানে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার বেশ কিছু ছবিসহ তিনি নির্বাচন কমিশন বরাবর অভিযোগ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, আমার কষ্ট-আমার অপরাধ কী জানতে পারলাম না।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর