thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬,  ২০ জিলহজ ১৪৪০

রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

২০১৯ মার্চ ০৭ ১২:৪৪:২১
রাঙ্গামাটিতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ নেতা নিহত

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিতে শিক্ষাদন চাকমা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাজেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষাদন চাকমা ইউপিডিএফের বাঘাইছড়ি মঙ্গলতলী ইউনিয়নের সহকারী পরিচালক। তার বাড়ি একই এলাকায়।

সাজেক থানার ওসি এমএ মঞ্জুর জানান, সাজেকের একটি দোকানের সামনে সাংগঠনিক কাজ করছিলেন শিক্ষাদন চাকমা। এসময় ৫-৬ জন দুর্বৃত্ত তাকে প্রকাশ্যে গুলি করে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন শিক্ষাদন চাকমা।

এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যপারে খোঁজ নেয়া হচ্ছে।

নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর