thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

১৪ মার্চ থেকে ৫০ ঘণ্টা বন্ধ থাকবে ব্র্যাক ব্যাংকের লেনদেন

২০১৯ মার্চ ০৯ ১৯:২৩:০০
১৪ মার্চ থেকে ৫০ ঘণ্টা বন্ধ থাকবে ব্র্যাক ব্যাংকের লেনদেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: সিস্টেম আপগ্রেডের জন্য আগামী ১৪ মার্চ (বৃহস্পতিবার) রাত ১০টা থেকে একটানা ৫০ ঘণ্টা সব ধরনের লেনদেন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের ব্যাংক ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।

শুক্রবার (০৮ মার্চ) বিষয়টি গ্রাহকদের অবগতির জন্য গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক।

এ সময়ের মধ্যে গ্রাহকরা ব্যাংকটির কার্ডে কোনো রকমের কেনাকাটা ও সেবাগ্রহণ করতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উন্নত ও সর্বাধুনিক সেবা দিতে ব্র্যাক ব্যাংক গ্রাহকের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য নিয়মিতভাবে উন্নত প্রযুক্তিতে বিনিয়োগ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কার্ড ম্যানেজমেন্ট পদ্ধতির কারিগরি উন্নয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্রাহকদের আরও উন্নতমানের সেবা দিতে কারিগরি উন্নয়ন কাজের জন্য আগামী বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ১০টা থেকে শনিবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত একটানা ৫০ ঘণ্টা ব্র্যাক ব্যাংকের শাখা, এটিএম, পয়েন্ট অব সেল (পিওএস) এজেন্ট ব্যাংকিংসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

এর আগে কারিগরি উন্নয়ন কাজের জন্য একটানা পাঁচদিন সব ধরনের লেনদেন বন্ধ থাকার ঘোষণা দেয় বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ০৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর