thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ইউএস-বাংলাকে বিমানের ধাক্কা

২০১৯ মার্চ ১১ ১২:৩৭:২০
ইউএস-বাংলাকে বিমানের ধাক্কা

দ্য রিপোর্ট প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজের ধাক্কায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ড্যাস-৮ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিভাগের কর্মকর্তা সোহরাব।

তিনি জানান, এ ঘটনার পর বিমানের উড়োজাহাজটি উড্ডয়ন করলেও সেটিকে আবার নামিয়ে আনে এয়ার কন্ট্রোল টাওয়ার (এটিসি)। পরে রাত তিনটায় জেদ্দাগামী ওই ফ্লাইট পুনরায় উড্ডয়ন অনুমতি পায়।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুরুল ইসলামও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতরাত (রোববার দিনগত) ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তখন পার্কিং বে তে ছিল ইউএস বাংলার ড্যাস-৮ এজিএক্স।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজের কিছু না হলেও ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহজের উইংয়ের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সোমবার সকাল থেকে এয়ারক্রাফটটিকে অপারেশনের বাইরে নিয়ে মেরামতের কাজ করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর