thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৫ জমাদিউস সানি ১৪৪০

 আইসিইউতে কবি আল মাহমুদ

২০১৯ ফেব্রুয়ারি ১০ ০০:১৮:০৭
 আইসিইউতে কবি আল মাহমুদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদকে গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার রাতে রাজধানীর ধানমণ্ডিতে ইবনে সিনা হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে আইসিইউতে রেখেছেন।

কবি আল মাহমুদের সহকারী আবিদ আজম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন৷

তিনি বলেন, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত বেশকিছু সমস্যায় ভুগছেন৷

আল মাহমুদ একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক।

১৯৭১ সালে দেশের মুক্তিযুদ্ধে তিনি সম্মুখ সমরে অংশ নেন। দৈনিক গণকণ্ঠ পত্রিকা সম্পাদনা করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে- লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন ইত্যাদি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ফেব্রুয়ারি ১০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর