thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৯ ফাল্গুন ১৪২৫,  ১৫ জমাদিউস সানি ১৪৪০

দীপিকাকে খুশি করতে চান রণবীর

২০১৯ ফেব্রুয়ারি ১০ ১৭:১৪:১৮
দীপিকাকে খুশি করতে চান রণবীর

দ্য রিপোর্ট ডেস্ক: বলিউডের লাভ বার্ড বলে পরিচিত দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীর্ঘ ৬ বছর প্রেমের পর মাসখানেক আগে বিয়ে করেছেন তারা।

এদিকে আসছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। বিয়ের পর প্রথমবার ভালোবাসা দিবস পালন করতে যাচ্ছেন এই তারকা দম্পতি।

ভালোবাসা দিবসে নিজের পরিকল্পনার কথা গোপনই রেখেছেন দীপিকা পাড়ুকোন। তবে স্ত্রীকে খুশি করতে ওইদিনের সকল প্রস্তুতি সেরে ফেলেছেন তিনি। আর সেকথা গণমাধ্যমকে জানিয়ে দিলেন রণবীর সিং।

ছ’বছর প্রেম করেছেন। তার পর বিয়ে। কয়েক মাস আগে সাতপাকে বাঁধা পরেছেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। সামনে আসছে প্রেমের দিন অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে। জোরদার সেলিব্রেশনের পরিকল্পনা করেছেন দম্পতি। আগামী সপ্তাহে নায়কের ‘গলি বয়’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। আর ছবিটির প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন রণবীর।

নায়কের ভাষ্য, ছবিটি দারুণ হয়েছে। আর আমি চাই দীপিকার সঙ্গে বসে সিনেমা হলে ছবিটি দেখতে। আমার মনে হয় সেও অনেক খুশি হবে। দর্শকদের এই ছবিটি ভালো লাগবে বলে আমি আশাবাদী।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর