thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

২০১৯ মার্চ ১৩ ১২:২৯:২৯
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

রাজবাড়ী প্রতিনিধি: ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে এক ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বুধবার সকাল আটটা ১৫ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নদীর বয়ার বাতি দেখা না গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করা হয়।

এদিকে, সকাল ৯টা ২০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকে দীর্ঘ সারি রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, অসময়ে হঠাৎ ঘন কুয়াশা। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ করা হয়। সকাল ৮টা ১৫ মিনিট থেকে ৯ টা ২০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৭টি ছোট বড় ফেরি চলাচল করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর