thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

নিউজিল্যান্ড সফররত ক্রিকেটারদের নিয়ে বিএনপির উদ্বেগ

২০১৯ মার্চ ১৫ ১৪:৩০:১৭
নিউজিল্যান্ড সফররত ক্রিকেটারদের নিয়ে বিএনপির উদ্বেগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিরাপদ থাকা বাংলাদেশি খেলোয়াড়দের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

শুক্রবার দিকে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের পক্ষ থেকে এ উদ্বেগ প্রকাশ করেন।

রিজভী বলেন, নিউজিল্যান্ড সফররত আমাদের খেলোয়াড়রা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তারা প্রাণে রক্ষা পেয়েছেন। ঘটনার পরপরই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছেন তার পক্ষ থেকে উদ্বেগ জানাতে।

তিনি বলেন, সন্ত্রাসী হামলায় নিহতদেরও মাগফেরাত কামনা করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি তিনি আমাদের খেলোয়াড়দের বাঁচিয়ে দিয়েছেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের খুব কাছে একটি মসজিদে অনুশীলন শেষে তারা ওই মসজিদে জুমার নামাজ আদায়ে গিয়েছিলেন। মসজিদে প্রবেশের মুহূর্তে স্থানীয় একজন তাদের মসজিদে ঢুকতে নিষেধ করেন।

ওই ব্যাক্তি বলেছিলেন, এখানে সন্ত্রাসী হামলা হয়েছে। আতঙ্কিত খেলোয়াড়েরা তখন দৌঁড়ে হ্যাগলি ওভালে ফেরত আসেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/মর্চা ১৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর