thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

নির্বাচনী সরঞ্জাম বহনে নির্দেশিত নিরাপত্তা ছিল না

২০১৯ মার্চ ১৯ ২০:৩৪:০৭
নির্বাচনী সরঞ্জাম বহনে নির্দেশিত নিরাপত্তা ছিল না

দ্য রিপোর্ট প্রতিবেদক : নির্দেশনা থাকা সত্ত্বেও রাঙ্গামাটিতে নির্বাচনী সরঞ্জাম আনা নেওয়ার সময়ে কোনো সেনাবাহিনীর সদস্য নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে ছিলো না। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন উর্দ্ধতন কর্মকর্তা।

গণমাধ্যমকে তিনি জানান, নির্বাচনের আগে জেলাপর্যায়ে ইসি ও স্থানীয় প্রশাসনের বৈঠক হয়েছিলো। সেই বৈঠকেই নির্দেশনা দেয়া হয়েছিলো, রাঙ্গামাটিতে নির্বাচনী মুভমেন্ট হবে সেনাবাহিনী সঙ্গে নিয়ে। কিন্তু যে সময়ে নির্বাচনী কর্মকর্তাদের উপর ব্রাশফায়ারের ঘটনা ঘটে সেই সময়ে তাদের সঙ্গে কোনো সেনাসদস্য ছিলো না। র‌্যাব ও ভিডিপি সদস্য থাকলেও সেনাসদস্য ছিলো না নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে।

নির্বাচনের প্রার্থীতা নিয়েও কথা বলেন তিনি। জানান, রাঙ্গামাটির উপজেলা নির্বাচনে বড় রাজনৈতিক কোনো দলগুলোর প্রার্থী ছিলো না। প্রার্থী ছিলো স্থানীয় বিবাদমান দুই গোষ্ঠী। স্বতন্ত্রভাবেই নির্বাচনে দাঁড়িয়েছিলো দুজন। তবে পরে একজন তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

সোমবার রাঙ্গামাটির বাঘাইছড়িতে নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে দুর্বৃত্তদের ব্রাশফায়ারে ৭ জন নিহত হয়।

এ ঘটনায় গুলিবিদ্ধ ২৫ জনের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারে করে ৭ জনকে ঢাকা সিএমএইচে আনা হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর