thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

ইন্দোনেশিয়ায় বন্যা ও কাদাধ্বসে ৮৯ জনের প্রাণ বিনাশ

২০১৯ মার্চ ১৯ ২১:০৬:০৯
ইন্দোনেশিয়ায় বন্যা ও কাদাধ্বসে ৮৯ জনের প্রাণ বিনাশ

দ্য রিপোর্ট ডেস্ক : ইন্দোনেশিয়ার ত্রাণ বিভাগীয় কর্মকর্তারা ব’লছেন – দেশটির পূর্বাঞ্চলবর্তী পাপুয়া প্রদেশে, গত দিন তিনেকের হঠাৎ চলকে ওঠা বন্যার তোড়ে- কাদাধসে চাপা পড়ে নিশ্চিতভাবে ৮৯ জনের প্রাণ বিনাশ হয়েছে ব’লে জানা গিয়েছে। খবর ভোয়ার।

সবচয়ে বেশি ক্ষতিগ্রস্ত-দুর্যোগ এলাকাটি হ’লো সেন্তানী অঞ্চল । লাগাতার-প্রবল বর্ষনের জেরে শনিবারদিন সেখানে টনকে টন পাথর , মাটি আর গাছ পালা নদীর তোড়ে ভেসেছে প্রচন্ড রোসে --প্লাবিত হয়েছে ঘরবাড়ি, রাস্তাঘাট – ক্ষেতখামার । এ দূর্যোগে পড়ে লাপাত্তা হয়েছে কমসে কম ৭৪ ব্যক্তি- এঁদের এখনো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছেনা । দেড় শ’ জনের হাত পা ভেঙ্গেছে- ক্ষতবিক্ষত হয়েছে দেহ – জখম হয়েছে মানুষ গুরুতরভাবে । ছয় থেকে সাত হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে- আশ্রয় নিয়েছে তারা জরুরী ত্রাণ কেন্দ্রগুলোতে ।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ১৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর