thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

নেদারল্যান্ডসে হামলাকারী তুর্কি নাগরিক গ্রেফতার

২০১৯ মার্চ ২০ ১২:৫৩:১২
নেদারল্যান্ডসে হামলাকারী তুর্কি নাগরিক গ্রেফতার

দ্য রিপোর্ট ডেস্ক: নেদারল্যান্ডসের ইউট্রেক্ট শহরে ট্রামে বন্দুক হামলার ঘটনায় তুরস্কের নাগরিক ৩৭ বছর বয়সী গোকমান টানিসকে গ্রেফতার করা হয়েছে। ওই হামলার বেশ কয়েক ঘণ্টা পর ঘটনাস্থলের প্রায় ৩ কিলোমিটার দূরে একটি বাড়িতে পাওয়া যায়।

নেদারল্যান্ডসের কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীর উদ্দেশ্য এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।

ওই ঘটনার পর শহরের সব স্কুল বন্ধ করে দেয়া হয় এবং এবং বিমানবন্দর ও মসজিদে নিরাপত্তা জোরদার করা হয়।

এর আগে সোমবার নেদারল্যান্ডসের স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে ইউট্রেক্ট শহরের একটি ট্রামে বন্দুক হামলার খবর পায় পুলিশ। একজন প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করেন।

পরে ঘটনাস্থলের কাছেই একটি বাড়ি ঘেরাও করে রাখে পুলিশ এবং সোমবার সন্ধ্যায় টানিসকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, আপাতদৃষ্টিতে হামলার ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করা হচ্ছে। কিন্তু সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে একজন আইনজীবী বলেন ‘পারিবারিক কারণে’ ওই হামলার ঘটানো হতে পারে।

ওই আইনজীবী বলেন, টানিস আগে থেকেই ডাচ পুলিশের কাছে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, গোকমান টানিস একসময় রাশিয়ার প্রজাতন্ত্র চেচনিয়ায় যুদ্ধ করেছেন। ওই অঞ্চলে বহুদিন ইসলামিক স্টেট বা আইএস-র সঙ্গে সম্পৃক্ত বেশ কিছু জিহাদি গ্রুপ সক্রিয় ছিল। আইএস-র সঙ্গে সম্পৃক্তরা অভিযোগে একবার গ্রেফতারও হয়েছিলেন টানিস।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর