thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

জাহালমকে নিয়ে নাটক-চলচ্চিত্র নয়: হাইকোর্ট

২০১৯ মার্চ ২০ ১৬:২১:৫৯
জাহালমকে নিয়ে নাটক-চলচ্চিত্র নয়: হাইকোর্ট

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহালমকে আটকের বৈধতা প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ ঘটনা নিয়ে নাটক, চলচ্চিত্রসহ এ জাতীয় সব কিছু নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২০ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

হাইকোর্টে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জাহিদ সারোয়ার কাজল।

পরে খুরশীদ আলম খান পরে সাংবাদিকদের বলেন, জাহালমের মামলা হাইকোর্টে বিচারাধীন। এ অবস্থায় তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি করলে মামলাটির বিচারকাজে ও তদন্তে প্রভাব পড়তে পারে।

এ কারণেই এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহালম নিয়ে সিনেমা, নাটক, শর্টফিল্মসহ এজাতীয় কোনো কিছুই করা যাবে না বলে আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন।

এর আগে মঙ্গলবার জাহালমকে নিয়ে ছবি নির্মাণের বিষয়ে নিষেধাজ্ঞা আরোপে হাইকোর্টে সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

প্রসঙ্গত তিন বছর কারাভোগ করে হাইকোর্টের নির্দেশে মুক্তি পেয়েছেন দুদকের করা ২৬ মামলার আসামি নিরীহ পাটকল শ্রমিক জাহালম।

সোনালী ব্যাংকের সাড়ে ১৮ কোটি টাকা ঋণ জালিয়াতির মামলায় তাকে আসামি করা হয়। অথচ আসল আসামি হলেন আবু সালেক নামের একজন।

তার চেহারার সঙ্গে মিল থাকায় জেল খাটতে হয়েছে জাহালমকে। ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি দুদকের মামলায় গ্রেফতার হন জাহালম।

পরে আদালতের নির্দেশে ৩ ফেব্রুয়ারি মুক্তি পান টাঙ্গাইলের জাহালম। তার জীবনী নিয়ে ছবি নির্মাণ করতে চান মারিয়া তুষার।

জানা গেছে, তাকে নিয়ে সিনেমা নির্মাণের জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিতে নাম নিবন্ধন করা হয়েছে। ছবিটির নাম রাখা হয়েছে ‘জাহালম’।

তবে নিজের নামে চলচ্চিত্র নির্মাণের কথা জানতেন না জাহালম। গণমাধ্যমের কাছ থেকেই তিনি জানতে পারেন।

ছবিটি নিয়ে জাহালম বলেন, ব্যাপারটি ভালোই লাগছে। মিথ্যা মামলায় আমি অনেক কষ্ট করছি। আমার জীবনের সেই কষ্টের কথা সিনেমায়ও দেখা যাবে, এটিতে আমি অনেক বেশি আনন্দিত।

জাহালম চান, তার মতো কেউ যেন বিনাদোষে এমন শাস্তি না পান। আর এ বিষয়টি যেন ছবিতে থাকে তার দাবি।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর