thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

বিশ্বব্যাপী বর্ণবাদ প্রতিহত করার আহ্বান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

২০১৯ মার্চ ২০ ২৩:৫৬:৫২
বিশ্বব্যাপী বর্ণবাদ প্রতিহত করার আহ্বান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট ডেস্ক : কট্টর ডানপন্থি বর্ণবাদী মতাদর্শের মূল উৎপাটনের লক্ষ্যে বিশ্বের সব দেশের সম্মিলিতভাবে লড়াই করা প্রয়োজন বলে মনে করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি অভিবাসনের হার বৃদ্ধির কারণে বর্ণবাদ বাড়ছে বলে যে দাবি বিভিন্ন মহল থেকে করা হচ্ছে তা প্রত্যাখান করেন আরডার্ন।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীর গুলিতে ৫০ জন নিহত এবং আরও অনেকে আহত হন। নিহত অনেকের মরদেহ দাফন করা হয় বুধবার।

উগ্র ডানপন্থি জাতীয়তাবাদী মতাদর্শের উত্থান সম্পর্কে জানতে চাওয়া হলে জাসিন্ডা আরডার্ন বলেন, 'নিউজিল্যান্ডে আমরা এ ধরনের মতাদর্শে বিশ্বাস করি না। নিউজিল্যান্ডের মানুষের সঙ্গে এ রকম মানসিকতা মেলানো হলে অধিকাংশ নিউজিল্যান্ডারকেই অপমান করা হবে।'

তার মতে, এ ধরনের 'মানসিকতার মূল খুঁজে বের করে এমন পদক্ষেপ নিতে হবে যাতে এমন মানসিকতা ছড়িয়ে পড়তে না পারে'।

আরডার্ন বলেন, 'তবে আমি বিশ্বব্যাপী একটি আহ্বান জানাতে চাই। নিউজিল্যান্ডের ঘটনায় এখানকার মানুষ এমন এক ব্যক্তির সহিংসতার ভুক্তভোগী হয়েছে যে নিউজিল্যান্ডের বাইরে তার কট্টরপন্থি মতাদর্শের সঙ্গে পরিচিত হয়েছে এবং সেখানেই এর অনুশীলন করেছে।'

তিনি বলেন, 'আমরা যদি নিরাপদ ও সহনশীল একটি বিশ্ব চাই তাহলে সীমানার বিষয়ে চিন্তা করলে চলবে না।'

শরণার্থীদের আশ্রয় দেওয়ার বিষয়ে নিউজিল্যান্ডের ভূমিকার প্রশংসা করে জাসিন্ডা আরডার্ন বলেন, 'আমাদের দেশে মানুষকে স্বাগত জানানো হয়।'

তিনি বলেন, 'নিউজিল্যান্ডকে যারা নিজের দেশ মনে করে তাদের স্বাগত জানাতে গিয়ে সে রকম (উগ্রপন্থি) মতাদর্শ ছড়ানোর পরিবেশ তৈরি করে দিচ্ছি— এই ধারণা আমি প্রত্যাখ্যান করি।'

ক্রাইস্টচার্চে হামলা চালানো বন্দুকধারীর নাম উচ্চারণ না করার ঘোষণায় অটল থাকার কথা জানিয়ে আরডার্ন বলেন, 'সন্ত্রাসবাদী কার্যক্রমের মাধ্যমে সে অনেক কিছুই হাসিল করতে চেয়েছে, যার মধ্যে অন্যতম ছিল কুখ্যাতি। তাই আমরা কখনোই তার নাম উচ্চারণ করবো না।'

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২০,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর