thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

জিদানের মান বাঁচালেন বেনজামা

২০১৯ এপ্রিল ০১ ১১:১৯:০১
জিদানের মান বাঁচালেন বেনজামা

দ্য রিপোর্ট ডেস্ক: স্প্যানিশ লা লিগায় পিছিয়ে পড়েও টেবিলের তলানিতে থাকা হুয়েস্কার বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ।

রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে কিছুটা চমক রেখে একাদশ সাজান লস-ব্লাঙ্কোস কোচ জিনেদিন জিদান। দলের পরিচিতি মুখ লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, টনি ক্রুস ও রাফায়েল ভারানের মতো তারকাদেরকে বেঞ্চে বসিয়েছিলেন রিয়াল কোচ। এমন কী কেয়লর নাভাস, থিবো কোর্তোয়ার মতো গোলকিপারের বদলে নিজের ছেলে লুকা জিদানকে গোল পোস্ট সামলানোর দায়িত্ব দিয়েছিলেন তিনি।

যদিও খেলা শুরুরর মাত্র ৩ মিনিটেই হুয়েস্কাকে লিড এনে দিয়ে গ্যালারিকে স্তব্ধ করে দেন কুচো হার্নান্দেজ। তবে ২৫ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান ইস্কো। প্রথমার্ধ পর্যন্ত স্কোর লাইন ছিল ১-১।

৬২ মিনিটে ব্যবধান ২-১ করেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার দানি কেবায়োস। যদিও ৭৪ মিনিটে হুয়েস্কাকে সমতায় ফেরান জাবিয়ের এতজিতা। কিন্তু ৮৯ মিনিটের লক্ষ্যভেদে রিয়ালকে টানা দ্বিতীয় জয় এনে দেন করিম বেনজেমা। এতে ফ্রেঞ্চ কোচ জিদানের মান বাঁচালেন স্বদেশী স্ট্রাইকার।

হুয়েস্কার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ে রানার্স-আপ হওয়ার দৌঁড়ে অ্যাটলেটিকে মাদ্রিদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে শুরু করল রিয়াল। বার্সেলোনা যথারীতি বাকিদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে সবার উপরেই রয়েছে।

অন্য ম্যাচে দানি পারেহোর পেনাল্টি গোলে সেভিয়াকে তাদের মাঠেই হারিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর