thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ইথিওপিয়ান এয়ারলাইন্স: পাইলটের শত চেষ্টায়ও রোধ করা যায়নি খাড়া পতন

২০১৯ এপ্রিল ০৪ ২১:০৫:২৩
ইথিওপিয়ান এয়ারলাইন্স: পাইলটের শত চেষ্টায়ও রোধ করা যায়নি খাড়া পতন

দ্য রিপোর্ট ডেস্ক : ভূমিতে আছড়ে পড়ার আগ পর্যন্ত ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজটির কয়েক দফা ‘নোজডাইভ’ বা খাড়া পতন হয়েছিল। পাইলট বারবার চেষ্টা করেও সেই খাড়া পতন ঠেকাতে ব্যর্থ হয়েছেন।

গত মাসে ঘটে যাওয়া এই উড়োজাহাজ দুর্ঘটনার প্রাথমিক তদন্ত প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।

প্রতিবেদন অনুসারে ইথিওপিয়ার পরিবহন মন্ত্রী ডাগমাউইত মোগেস জানান, পাইলট দু’জন ‘পরপর কয়েকবার’ বোয়িংয়ের নির্দেশিত পদ্ধতি অনুসরণ করে নোজডাইভ ঠেকানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সব চেষ্টার পরও উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন তারা।

গত ১০ মার্চ ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি৩০২ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার রাজধানী নাইরোবির পথে যাচ্ছিল। আদ্দিস আবাবা থেকে ওড়ার ছয় মিনিটের মধ্যেই ক্রুসহ ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজটি।

গত পাঁচ মাসে এটি বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের উড়োজাহাজের দ্বিতীয় দুর্ঘটনা। এর আগে গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়ার লায়ন এয়ারের একই মডেলের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ওই ঘটনায় প্লেনের ১৮৯ আরোহীর সবাই মারা গিয়েছিলেন।
(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ০৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর