thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

খুলনায় পুলিশ বক্সে হামলার ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা

২০১৯ এপ্রিল ০৫ ১০:৫৯:২৭
খুলনায় পুলিশ বক্সে হামলার ঘটনায় শ্রমিকদের বিরুদ্ধে মামলা

খুলনা প্রতিনিধি: পাটকল শ্রমিক ধর্মঘটে খুলনায় মহানগরীর নতুন রাস্তা মোড়ের পাবলা পুলিশ বক্সে হামলা, ভাংচুর ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে দৌলতপুর থানায় অজ্ঞাত পরিচয় প্রায় ২৫০ জন শ্রমিককে আসামি করে মামলা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, দৌলতপুর থানার উপ-পরিদর্শক অমিত বাগচী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে এই মামলা দায়ের করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকালে পাটকল শ্রমিকদের অবরোধ চলাকালে একদল শ্রমিক পাবলা পুলিশ বক্সে হামলা চালায়। তারা পুলিশ বক্স, পুলিশের একটি মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স ভাংচুর করে। তাদের হামলায় চার ৪ পুলিশ সদস্য আহত হন। এছাড়া হামলাকারীরা পুলিশের সরকারি কাজে বাধা দেন। এসব অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ছবি ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। যারা এই হামলা চালিয়েছে তাদের খুঁজে বের করে আটক করা হবে।
উল্লেখ্য, বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে গেল মঙ্গলবার ভোর থেকে ধর্মঘট ও অবরোধ কর্মসূচিতে নামে পাটকল শ্রমিকরা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর