thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২০, ২৮ আষাঢ় ১৪২৭,  ২১ জিলকদ  ১৪৪১

সুনামগঞ্জে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গাসহ আটক ৬

২০১৯ এপ্রিল ০৫ ১১:৪৩:৩০
সুনামগঞ্জে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গাসহ আটক ৬

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে পাসপোর্ট করতে এসে দুই রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। এর মধ্যে এক নারী আছেন।

আটকরা টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে স্থানীয় চার ব্যক্তির সহযোগিতায় সুনামগঞ্জে আসেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা পাসপোর্ট কার্যালয় থেকে তাদের আটক করা হয়। একই সঙ্গে তাদের সহযোগী হিসেবে আটক হয়েছেন সুনামগঞ্জে চার ব্যক্তি।

আটক দুই রোহিঙ্গা হলেন- মো. আবদুল হালিম (২৪) ও রিয়াজুল জান্নাত (১৮)। তারা টেকনাফের উখিয়ায় পৃথক দুটি ক্যাম্পে ছিলেন।

সুনামগঞ্জের আটক চার ব্যক্তি হলেন- জামালগঞ্জ উপজেলার তেরাবগড় গ্রামের ফরহাদ আহমেদ (৩৫), সুজাতনগর গ্রামের মো. জসিম উদ্দিন (২৪) ও আমির উদ্দিন (৩০) এবং রামনগর গ্রামের নুর হোসেন (২৩)।

বৃহস্পতিবার জেলা পুলিশের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বৃহস্পতিবার সকালে দুই রোহিঙ্গা সুনামগঞ্জে আসেন। তাদের সহযোগিতা করেন সুনামগঞ্জের আটককৃত ব্যক্তিরা।

এর পর তারা পাসপোর্ট করতে জেলা পাসপোর্ট কার্যালয়ে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন। সব কাজে সুনামগঞ্জের চার ব্যক্তি তাদের সহযোগিতা করেন।

বিকেলে আবার ছবি ও আঙুলের চাপ দিতে গেলে পাসপোর্ট কার্যালয়ের কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দুই রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করে থানায় নিয়ে আসে।

সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুই রোহিঙ্গা সুনামগঞ্জের চার ব্যক্তির সহযোগিতায় বাংলাদেশি পাসপোর্ট করতে এখানে এসেছিলেন। পরে জেলা পাসপোর্ট কার্যালয়ের সহযোগিতায় চার দালালসহ তাদের আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ০৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর