thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা

২০১৯ এপ্রিল ১২ ০৯:২৮:২০
পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলংকা

দ্য রিপোর্ট ডেস্ক: দীর্ঘ এক দশক পর পাকিস্তানে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। দুই টেস্ট খেলতে সন্ত্রাসকবলিত দেশটিতে সফরে যাচ্ছে শ্রীলংকা।
দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ঘরের মাঠে দুই টেস্ট খেলতে ক্রিকেট শ্রীলংকাকে (এসএলসি) রাজি করাতে পেরেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি বছরের শেষ দিকে ওই দুটি টেস্ট হবে। শিডিউল পরে জানানো হবে।

আসন্ন বিশ্বকাপের পর শুরু হবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা হবে। যেখানে ৯টি দল প্রত্যেকে একে অপরের বিপক্ষে মোকাবেলা করবে। হোম ও অ্যাওয়ে সিস্টেমে এ খেলা হবে। দীর্ঘ সময় ধরে লড়াইয়ের পর পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়ন নির্ধারিত হবে। বৈশ্বিক এ টুর্নামেন্টে কয়েকটি নতুন নিয়মেরও প্রবর্তন হতে যাচ্ছে। ক্রিকেটের অভিজাত সংস্করণকে আরও আকর্ষণীয় করে তুলতে এই উদ্যোগ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ পাকিস্তানে খেলবে শ্রীলংকা। ম্যাচ দুটি হবে লাহোর ও করাচিতে। সেই উদ্দেশে বিশ্বকাপের পরপরই সেখানে যাবেন লংকানরা।

২০০৯ সালে লাহোরে টিম শ্রীলংকার ওপর সন্ত্রাসী হামলার পর পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট নির্বাসিত। নিজ দুর্গে মূলধারার ক্রিকেট ফেরাতে মরিয়া পিসিবি। যথাসাধ্য সহায়তা করছে আইসিসি। সেখানে খেলতে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন পাক কর্তারা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর