thereport24.com
ঢাকা, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮,  ২৯ রবিউস সানি 1443

চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত

২০১৯ এপ্রিল ১৬ ১১:০৯:৪৯
চুয়াডাঙ্গায় মাটিচাপায় ২ ইটভাটা শ্রমিক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি: জেলার দামুড়হুদা উপজেলার শেখ ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দামুড়হুদার জয়রামপুর এলাকায় শেখ ইটভাটায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাবু (৩৫) দামুড়হুদার নতুন বাস্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে ও মামুন (৪৫) একই উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মণ্ডলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকুমার বিশ্বাস জানান, সকালে শেখ ইটভাটায় মাটি কেটে ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটিধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু ও মামুন মারা যান। এ সময় আহত হন আরও এক শ্রমিক।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাশ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর