thereport24.com
ঢাকা, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১, ২১ অগ্রহায়ণ ১৪২৮,  ২৯ রবিউস সানি 1443

১১ দাবিতে খুলনায় নৌ শ্রমিকদের কর্মবিরত

২০১৯ এপ্রিল ১৬ ১১:৪২:৫২
১১ দাবিতে খুলনায় নৌ শ্রমিকদের কর্মবিরত

খুলনা প্রতিনিধি: ১১ দফা দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের শ্রমিকরা। সোমবার রাত ১২টা থেকে তারা এই কর্মবিরতি শুরু করেছেন।

এর ফলে খুলনা নদীবন্দর থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। নৌযানগুলো নদীবন্দরে নোঙ্গর করে রয়েছে। মালামাল বোঝাই ও খালাসের কাজ বন্ধ রয়েছে।

এছাড়া খুলনা লঞ্চ ঘাট থেকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, নৌ পথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালে ঘোষিত বেতন স্কেল এর পূর্ণ বাস্তবায়ন ও নদীর নাব্যতা রক্ষা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর