thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১, ১৭ অগ্রহায়ণ ১৪২৮,  ২৬ রবিউস সানি 1443

দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

২০১৯ এপ্রিল ১৮ ১১:২৫:১৬
দিনাজপুরে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৩

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা বাবা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চুনিয়াপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামালপুর গ্রামের আফছার আলী আশরাফুল আলম (৩২) ও তার মেয়ে শিশু আইভি ( ১০) এবং সাজদার খলিফা (৪৮) নামে এক ব্যক্তি। তার ঠিকানা জানা যায়নি। আহতরা হলেন- নিহত আশরাফুল আলমের বাবা আফছার আলী (৭০) ও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফা কামাল (৩৮) ।

আহতদেরদিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) বজলু রশিদ জানান, সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসটি শহর থেকে বগুড়া যাচ্ছিল। পথে সদর উপজেলার চুনিয়াপাড়া মোড়ে শহরমুখী একটি ইজিবাইককে ওই বাসটি ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক নিহত হন। পরে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয়। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর