thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

২০১৯ এপ্রিল ১৮ ১২:০৯:৩৩
কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : হ্যানয়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ সম্মেলনের পর এই প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া। কিমের নজরদারিতে দেশটিতে একটি কৌশলগত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ খবর জানিয়েছে।

কিমের নজরদারিতে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে ওই খবরে। তবে ওই ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

ক্ষেপণাস্ত্র সম্পর্কে রয়টার্স জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্রের অত্যন্ত শক্তিশালী বোমা বা ওয়ারহেড রয়েছে। এটি স্বল্পপাল্লার একটি ক্ষেপণাস্ত্র হতে পারে বলে জানানো হয়েছে।

এই ক্ষেপণাস্ত্র আন্তর্জাতিক ক্ষেত্রে নয়, বরং নিজ সীমানার কাছাকাছি যুদ্ধে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি হ্যানয়ে কিম এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে শীর্ষ সম্মেলনের পর এই প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর