thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে ৭ সমঝোতা স্বারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

২০১৯ এপ্রিল ১৮ ১২:২৯:৩৪
প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে ৭ সমঝোতা স্বারক সই হবে: পররাষ্ট্রমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ব্রুনাই সফরে কৃষি ও জ্বালানিসহ ৭টি সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে ৩ মে মিয়ানমার যাবে প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ব্রুনাই বাংলাদেশ দেখলেই সার্পোট দেয়। আমরা এই বিষয়টিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই। প্রধানমন্ত্রীর এই সফরে ব্রুনাই ও আশিয়ান এই দুই দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় করার পাশাপাশি জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, খাদ্য, বিমান যোগাযোগ, মানব সম্পদ উন্নয়ন, পর্যটন ও কারিগরী সহযোগীতা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণে বিশেষ অবদান রাখবে।

তিন আরও বলেন, পাশাপাশি রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্রুনাই ও আশিয়ান দেশের কার্যকার সমর্থ আদায়ে এই সফর উল্লেখ যোগ্য ভূমিকা রাখবে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ১৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর