thereport24.com
ঢাকা, রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬,  ১৫ জিলহজ ১৪৪০

ভুল করে বিজেপিকে ভোট দেয়ায় আঙ্গুল কেটে নেয়ার অভিযোগ

২০১৯ এপ্রিল ১৯ ১৩:৫৮:১৪
ভুল করে বিজেপিকে ভোট দেয়ায় আঙ্গুল কেটে নেয়ার অভিযোগ

দ্য রিপোর্ট ডেস্ক : ভুল করে অন্যদলকে দলকে ভোট দেয়ায় এক ব্যক্তির আঙ্গুল কেটে ফেলার অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার উত্তর প্রদেশের উত্তরাঞ্চলীয় বুলন্দশহরে ভোট দেয়ার পর এ ঘটনা ঘটে।

ভারতীয় সাধারণ নির্বাচনে ভোটের দ্বিতীয় পর্যায়ে ভোট দিতে আসা পাওয়ান কুমার বলেন, তিনি ভারতীয় জনতা পার্টি (বিজিপি) কে ভুলবশত ভোট দিয়ে ফেলেছিলেন। তিনি একটি আঞ্চলিক দলকে ভোট দিতে চেয়েছিলেন। কিন্তু ভোটিং মেশিনের অনেক প্রতীক দেখে বিভ্রান্ত হয়ে ভুলবশত বিজিপিতে ভোট দিয়ে ফেলেন। বিবিসির এক প্রতিবেদনে এই সংবাদ জানা গেছে।

ভারতে ভোটারদের ভোট দেওয়ার পর প্রতিটি ভোটারের সূচক অনুযায়ী আঙ্গুলে এক ধরণের বিশেষ কালি দিয়ে চিহ্নিত করা হয়।

উত্তর প্রদেশের এই ভোটার বলেন, আমি আসলে ভোট দিতে চেয়েছিলাম হাতি মার্কায়, কিন্তু ভুলে ফুল মার্কায় ভোট দিয়ে ফেলেছি।

বিজেপির প্রতীক লোটাস ফুল এবং অন্যদিকে ওই অঞ্চলে হাতি প্রতীক নিয়ে বহুজন সমাজ পার্টি (বিএসপি)। উত্তর প্রদেশে আঞ্চলিক এই দলটি বিজেপির বিরুদ্ধে হেভিওয়েট একটি দল।

ভারতের সংসদের নিম্ন কক্ষ বা লোকসভার নতুন সংসদ গঠনের উদ্দেশ্যে সাত ধাপের এই ভোট উৎসব চলবে ১৯ মে পর্যন্ত। ভোট গণনার দিন ২৩ মে।

এই নির্বাচনে বৈধ ভোটার সংখ্যা ৯০ কোটি, যার কারণে এটি বিশ্বের সর্বকালের সর্ববৃহৎ নির্বাচনের তকমা পাচ্ছে।

ভারতে লোকসভা বা সংসদের নিম্ন কক্ষে মোট ৫৪৩টি আসন রয়েছে। সরকার গঠন করতে কোনো দল বা জোটের কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন হয়।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ১৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর