thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শবে বরাতে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ: ডিএমপি

২০১৯ এপ্রিল ২০ ১৬:৫৯:০৩
শবে বরাতে আতশবাজি-পটকাবাজি নিষিদ্ধ: ডিএমপি

দ্য রিপোর্ট প্রতিবেদক: পবিত্র শবে বরাত উপলক্ষে রোববার সব ধরনের ক্ষতিকারক ও বিস্ফোরক দ্রব্য বহন ও ফাটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ২১ এপ্রিল সন্ধ্যা ৬টা হতে ২২ এপ্রিল সকাল ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ।’

এ নিষেধাজ্ঞা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি ডিএমপির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর