thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রবীন্দ্রনাথের গল্প নিয়ে অঞ্জন আইচের তিন নাটক

২০১৯ এপ্রিল ২০ ১৭:৩১:৩৫
রবীন্দ্রনাথের গল্প নিয়ে অঞ্জন আইচের তিন নাটক

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে আবারও তিনটি নাটক নির্মাণ করছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ।

আগামী ২৫ বৈশাখ রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে আরটিভিতে প্রচার হবে ‘নিশীথে’, মাছরাঙায় ‘তপস্বিনী’ এবং এটিএন বাংলায় ‘মুসলমানীর গল্প’।

তিনটি নাটকেরই নাট্যরূপ দিয়েছেন এ নির্মাতা। এ প্রসঙ্গে অঞ্জন আইচ বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নাটক নির্মাণ করা খুব সহজ কাজ নয়। কারণ তার নাটকের চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তুলতে গেলে অভিনয়শিল্পী, লোকেশন থেকে শুরু করে প্রতিটি ধাপেই পরিশ্রম করতে হয়।

মনের তাড়না থেকেই রবিঠাকুরের গল্প নিয়ে নাটক নির্মাণ করে আসছি।’ প্রসঙ্গত ২০১২ সাল থেকে রবীন্দ্রনাথের গল্প নিয়ে নাটক নির্মাণ করছেন অঞ্জন আইচ। এর আগে তার পরিচালনায় নির্মিত ও প্রচারিত নাটকগুলো হল- ‘হঠাৎ দেখা’, ‘শেষের রাত্রী’, ‘এক রাত্রী’, ‘বাঁশি’, ‘মনিহারা’, ‘ত্যাগ’, ‘মিনু’, ‘মাল্যদান’, ‘নিষ্কৃতি’, ‘অস্পষ্ট’, ‘দর্পহরণ’ ও ‘বদনাম’।

এদিকে আগামী ঈদের জন্যও কয়েকটি নাটক নির্মাণ করেছেন এ নির্মাতা। এ ছাড়া ‘থ্রি ম্যাড’ নামের একটি ধারাবাহিক নাটকও নির্মাণ করছেন তিনি।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর