thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

আফগানিস্তানে তথ্য মন্ত্রণালয়ে বন্দুকধারীদের হামলা

২০১৯ এপ্রিল ২০ ১৮:২২:০০
আফগানিস্তানে তথ্য মন্ত্রণালয়ে বন্দুকধারীদের হামলা

দ্য রিপোর্ট ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে তথ্য মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

স্থানীয় সময় বেলা ১১টা ৪০ মিনিটে বিস্ফোরণের পর মন্ত্রণালয়ের ভবনে গোলাগুলি শুরু হয় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

যে ভবনটিতে হামলা হয়েছে তার পাশেই দেশটির প্রেসিডেন্ট ভবন, কয়েকটি মন্ত্রণালয় এবং বিদেশি পর্যটকদের জন্য বিখ্যাত হোটেলে সেরেনার অবস্থান।

বিবিসি বলছে, মন্ত্রণালয়ে হামলা চালানো তিন বন্দুকধারীর মধ্যে একজন ভবনের দেয়ালে বিস্ফোরণ ঘটিয়েছে। আরেকজন ভেতরে প্রবেশ করে। পুলিশের সঙ্গে গোলাগুলির পর এক হামলাকারী নিহত হয়েছে।

হামলার শিকার তথ্য মন্ত্রণালয়ের ১৮ তলা বিশিষ্ট ভবনটি আফগানিস্তানের অ্যতম সুউচ্চ ভবন বলে বলে পরিচিত।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি মন্ত্রণালয়ের আশেপাশে বন্দুকযুদ্ধ চলার খবর নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, এখনও পর্যন্ত কোনও পক্ষই ওই হামলার দায় স্বীকার করেনি। তবে এর পেছনে কিছুদিন আগে সরকার এবং তালেবান বিদ্রোহীদরে মধ্যে হতে যাওয়া একটি বৈঠক বাতিল সম্পর্কিত কোনও কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, ভবন থেকে কয়েক শ' বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় টেলিভিশনের ভিডিও ফুটেজে তথ্য মন্ত্রণালয়ের ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে। অনেকেই তখন ওপর থেকে জানলা বেয়ে নিচে নামছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর