thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

বোমা হামলায় ৩৫ বিদেশি নিহত:  শ্রীলংকা পুলিশ

২০১৯ এপ্রিল ২১ ১৫:৪৫:৫৭
বোমা হামলায় ৩৫ বিদেশি নিহত:  শ্রীলংকা পুলিশ

দ্য রিপোর্ট ডেস্ক : শ্রীলংকায় তিনটি গির্জা ও তিনটি পাঁচ তারকা হোটেলে একযোগে বোমা হামলার ঘটনায় অন্তত ৩৫ জন বিদেশি নিহত হয়েছেন। দেশটির এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই পুলিশ কর্মকর্তা এএফপিকে হামলায়, হামলায় নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন বিদেশি রয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

তিনি জানান, কোচচিকাড়ে, নেগোমবো ও বাতিকেলোয়ায় তিনটি গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডের প্রার্থনা চলাকালে বোমা বিস্ফোরণ হয়। এই তিনটি গির্জার একটি রাজধানী কলম্বোতে। বাকি দু'টির একটি কলম্বোর পার্শ্ববর্তী শহর এবং আরেকটি দেশের পূর্বাঞ্চলে অবস্থিত।

এছাড়া রাজধানী কলম্বোতে অবস্থিত তিনটি পাঁচ তারকা হোটেল– শাংরি লা, সিনামন গ্র্যান্ড ও কিংসবুরিতে প্রায় একই সময়ে বোমার বিস্ফোরণ ঘটে বলে জানান এই কর্মকর্তা।

এসব বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫৬ জন নিহত হয়েছে বলে পুলিশ ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এএফপি।

এদিকে হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যের বরাত দিয়ে এএফপি বলছে, নিহত ৩৫ বিদেশির মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের নাগরিক রয়েছে।


(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর