thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

বোমা হামলাকারীদের শনাক্ত করেছে শ্রীলঙ্কা সরকার

২০১৯ এপ্রিল ২২ ১৭:৪৮:৪৬
বোমা হামলাকারীদের শনাক্ত করেছে শ্রীলঙ্কা সরকার

দ্য রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কায় ইস্টার সানডের দিন বোমা হামলাকারীদেরকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্যমন্ত্রী এবং সরকারের মুখপাত্র রাজিথা সেনারাত্নে।

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান বলে ভারতের সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

গত রোববার শ্রীলঙ্কায় তিনটি চার্চ, চারটি হোটেল ও একটি চিড়িয়াখানায় বোমা হামলায় ২৯০ জন নিহত এবং ৫০০ জন আহত হন।

রাজিথা সেনারাত্নে বলেন, ন্যাশনাল তাওহীদ জামাত নামের একটি সংগঠন এসব বোমা হামলার পরিকল্পনা করে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, এসব বোমা হামলার সঙ্গে জড়িত আত্মঘাতীদের প্রত্যেকেই শ্রীলঙ্কার নাগরিক।

লঙ্কান সরকারের মুখপাত্র বলেন, জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান ১১ এপ্রিলের আগেই পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) এই সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/এপ্রিল ২২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর