thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

তাপমাত্রা আরও বাড়তে পারে

২০১৯ এপ্রিল ২৫ ২১:৫৭:০৮
তাপমাত্রা আরও বাড়তে পারে

দ্য রিপোর্ট প্রতিবেদক : দিন দিন তাপমাত্রা বাড়তে থাকায় প্রচণ্ড গরমে অতীষ্ট হয়ে পড়ছে দেশের মানুষ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে, ২৭ এপ্রিলের আগে দেশে বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ওই দিনের আগ পর্যন্ত গরম কমার কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায়, বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। দুপুর ৩টার দিকে এই তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহী জেলায়। এছাড়া এসময় রাজধানীর তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল বুধবারের তুলনায় আজ বৃহস্পতিবার তাপমাত্রা বেড়েছে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর পূর্ভাবাস অনুযায়ী, বর্তমানে দেশের চট্টগ্রাম, সিলেট,কুমিল্লা ও বরিশাল বিভাগসহ ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা ও সৈয়দপুর অঞ্চলে মৃদু তাপপ্রবাহ চলছে। ২৬ এপ্রিল পর্যন্ত তা অব্যাহত থাকবে। এ সময় পর্যন্ত গরম কমবে না।

আবহাওয়াবিদ বজলুর রশীদ চ্যানেল আই অনলাইনকে বলেন, আগামীকাল শুক্রবার তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে।

‘তবে এই মূহূর্তে দেশে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। ২৭ এপ্রিল সিলেটে বৃষ্টি পাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ২৮ ও ২৯ তারিখের দিকে দেশের অন্যান্য জেলায় বৃষ্টিপাত হতে পারে।’

বৃষ্টিপাত হওয়ার আগ পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।
(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর