thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

২১ লাখ অবৈধ সিম বন্ধ হচ্ছে মধ্যরাতের পর

২০১৯ এপ্রিল ২৫ ২২:০৮:৫২
২১ লাখ অবৈধ সিম বন্ধ হচ্ছে মধ্যরাতের পর

দ্য রিপোর্ট প্রতিবেদক : অবৈধ প্রায় ২১ লাখ সিম কার্ডের সংযোগ আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে বন্ধ করা হচ্ছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে সংযোগ বন্ধ করার এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বিকেলে গণমাধ্যমকে বলেন, মোট ২০৪৯,৯২৭টি সিম কার্ডের সংযোগ বন্ধ করা হবে। আজ রাত ১২টা থেকে এই কাজ শুরু হবে।

“আইন অনুযায়ী এই সিমগুলো বাজারে থাকতে পারে না। তাই এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে,” উল্লেখ করেন তিনি।

বিটিআরসির সূত্রগুলো জানায়, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি মোবাইল সংযোগ নেওয়া যায়। এই সীমা অতিক্রম করে যেসব সিম কার্ড রেজিস্ট্রেশন করা হয়েছে সেগুলোই এখন বন্ধ করে দেওয়া হবে।

বন্ধ হতে যাওয়া সিম কার্ডগুলোর মধ্যে গ্রামীণফোনের ৪৬১,২৬১টি, বাংলালিংকের ৪৫৫,৮৩১টি ও রবির ৪১৯,২০২টি এয়ারটেলের ২২৫,৭৪১টি ও টেলিটকের ৪৮৭,৮৯২টি।

বিটিআরসির বক্তব্য, অবৈধ সিমের একটি তালিকা তারা আগেই তৈরি করেছিলেন। এই সিমগুলো ২৬ এপ্রিলের আগেই বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে বিটিআরসি একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ১৫টি সিম কার্ডের সীমা নির্ধারণ করে দেয়। তার আগে একজন সর্বোচ্চ ২০টি সিম কার্ড নিতে পারতেন।


(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর