thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ভারতের টি-টুয়েন্টি লিগে বাংলাদেশের জাহানারা

২০১৯ এপ্রিল ২৫ ২২:৫৮:২৪
ভারতের টি-টুয়েন্টি লিগে বাংলাদেশের জাহানারা

দ্য রিপোর্ট ডেস্ক : মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের সেরা স্কোয়াডে দ্বাদশ খেলোয়াড় হিসেবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের জাহানারা আলম। এবার নারী ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ভারতীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টে ডাক পেয়ে টাইগ্রেস পেসার গড়লেন আরেক ইতিহাস। লাল-সবুজের মেয়েদের মধ্যে তিনিই প্রথম, যার ডাক মিলল ভিনদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে।

তিনটি দল নিয়ে ‘ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ’ নামের একটি টুর্নামেন্ট আয়োজন করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। ৬মে শুরু হবে আসর, শেষ হবে ১১মে। ছয় দিনের এই টুর্নামেন্ট আয়োজিত হবে ভারতের জয়পুরে।

সুপারনোভা, ট্রাইব্লেজার্স ও ভেলোসিটি, এই তিন দল নিয়ে মাঠে গড়াবে ওমেন্স টি-টুয়েন্টি চ্যালেঞ্জ। ভেলোসিটির হয়ে মাঠ মাতাবেন জাহানারা। তিন দল প্রথমে একে অপরের বিপক্ষে লড়বে। ফাইনালে নামবে সেরা দুই দল। ভেলোসিটি দলে জাহানারার অধিনায়ক ভারতীয় কিংবদন্তি মিতালি রাজ।

২০১৮ সালে একটি প্রীতি ম্যাচ আয়োজন করে ইতিবাচক সাড়া পাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড।

গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে নজর কাড়েন জাহানারা। গ্রুপপর্বে বাংলাদেশ সবকটি ম্যাচ হেরে তলানিতে থেকে আসর শেষ করলেও জাহানারা দারুণ ফর্মে ছিলেন। বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট নেন। শ্রীলঙ্কার বিপক্ষে তিন উইকেট নিতে খরচ করেন ২১ রান। চার ম্যাচে উইকেট নিয়েছিলেন ৬টি।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে ৫ উইকেট নেয়ার প্রথম কীর্তিটি জাহানারার। এখন পর্যন্ত ওয়ানডেতে ৩০ ও টি-টুয়েন্টিতে ৩৯ উইকেট নিয়েছেন তিনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/এপ্রিল ২৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর