thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯, ২৮ কার্তিক ১৪২৬,  ১৩ রবিউল আউয়াল 1441

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সংবর্ধনা

২০১৯ মে ০২ ২০:০৭:২৭
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের সংবর্ধনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রীয় পুরস্কার ‘স্বাধীনতা পদক ২০১৯’ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধিতে ভূষিত হওয়ায় প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের উদ্যোগে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা এবং অধ্যাপক ড. চৌধুরী মো জাকারিয়া।

এসময় বিভাগের সহকারী অধ্যাপক তাসনিম নাদিয়া রিদার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক নিলুফার আহমদ। আরও বক্তব্য দেন অধ্যাপক ড. আক্তার আলী, অধ্যাপক এম এম আবু বকর প্রমুখ।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর