thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার সব ফ্লাইট বাতিল

২০১৯ মে ০২ ২৩:৫১:৫৫
শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতার সব ফ্লাইট বাতিল

দ্য রিপোর্ট ডেস্ক : শুক্রবার রাত সাড়ে ন’টা থেকে কলকাতা বিমানবন্দর থেকে সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ভুবনেশ্বরে আগেই ঘোষণা হয়েছিল। এ বার কলকাতা বিমানবন্দর থেকেও বাতিল হচ্ছে সমস্ত ফ্লাইট। ভারতীয় সময় শুক্রবার রাত সাড়ে ন’টা থেকে পরের দিন শনিবার সন্ধ্যা ছ’টা পর্যন্ত কোনও বিমান ওঠানামা করবে না কলকাতা বিমান বন্দর থেকে।

‘এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম’ ফণীর জেরে ওড়িশার ভুবনেশ্বর বিমানবন্দরে আজ বৃহস্পতিবার মধ্য রাত থেকেই সমস্ত ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। তবে কবে ফের বিমান চালু করা সম্ভব হবে, তা এখনও ঠিক হয়নি। সৈকত শহর পুরীর উপকূলে শুক্রবার দুপুরের দিকেই আছড়ে পড়ার সম্ভাবনা ঘুর্ণিঝড় ফণীর। কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকেই পুরীর আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। শুরু হয়েছে প্রবল বৃষ্টি। এই কারণেই ভুবনেশ্বর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।

অন্য দিকে এ রাজ্যে ফণী প্রবেশ করতে পারে শুক্রবার মধ্যরাতের পর বা শনিবার ভোর রাতের দিকে। কিন্তু পুরী-ভুবনেশ্বরের মতো একই ভাবে কলকাতাতেও ফণী আসার আগেই আবহাওয়ার অবনতি হতে পারে। সেই কারণেই কলকাতা থেকেও শুক্রবার রাত থেকে সব ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর