thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ফণীর কারণে বিমানের ২টি ফ্লাইট বাতিল

২০১৯ মে ০৩ ১৯:৫১:১৯
ফণীর কারণে বিমানের ২টি ফ্লাইট বাতিল

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঘূর্ণিঝড় ফণীর কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শুক্রবারের (৩ মে) ঢাকা-যশোর বিজি ৪৬৭ এবং যশোর-ঢাকা বিজি ৪৬৮ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া আজকের ঢাকা-কোলকাতা বিজি ০৯৫ ফ্লাইট আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত ডিলে করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘূর্ণিঝড় ‘ফণী’ উপকূলে আঘাত আনার সময় দেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সিডিউলে সাময়িক পরিবর্তন আনা হচ্ছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ঘূর্ণিঝড় ‘ফণী’র প্রভাবে কোনো সিডিউল বিপর্যয় ঘটেনি। শুক্রবার রাতে এবং শনিবার সকালে আরও কিছু ফ্লাইট রি-সিডিউল করা হতে পারে।

প্রসঙ্গত, শুক্রবার বেলা ১১টা পর্যন্ত দেশের আকাশ পথের আবহাওয়া অনুকূলেই রয়েছে। নিয়মিত ফ্লাইটগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ও অবতরণ করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জনশক্তি-এয়ারলাইন্স এর সর্বশেষ খবর

জনশক্তি-এয়ারলাইন্স - এর সব খবর