thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

রংপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

২০১৯ মে ০৩ ২০:২৫:১১
রংপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

রংপুর প্রতিনিধি: রংপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মা, মেয়ে ও নাতনিসহ একই পরিবারের তিনজন মারা গেছে।

শুক্রবার দুপুর একটার দিকে রংপুর নগরীর চারতলা মোড় এলাকার বনানীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সৈয়দ আলীকে আটক করেছে পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন তিনজন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নগরীর বনানীপাড়া মহল্লায় জনৈক সৈয়দ আলীর বাসায় ভাড়া থাকতেন স্কুলশিক্ষিকা তানিয়া হুসনে বানু, তার স্বামী লালমিয়া, মেয়ে তাসনিয়া ও মা তাজমহল বেগম। আজ শুক্রবার দুপুরে বাসার ছাদে কাপড় শুকাতে দেয় মা তাজমহল বেগম। কিন্তু তারের মধ্যে কাপড় শুকাতে দেবার সাথে সাথে বিদ্যুতস্পৃষ্ট হন। এসময় তাজমহল বেগমের আর্তচিৎকারে তার মেয়ে তানিয়া ও নাতনি তাসমিয়া তাকে উদ্ধার করতে এগিয়ে এলে তারাও বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার জমির উদ্দিন জানান, বাসার মালিক চুরি রোধে বাসার চারদিকে তার দিয়ে রেখেছিলেন। সে কারণে কাপড় শুকাতে দেবার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনই মারা যায়। ঘটনার জন্য বাসার মালিক সৈয়দ আলীকে দায়ী করে তাকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর