thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ এপ্রিল 24, ২ বৈশাখ ১৪৩১,  ৭ শাওয়াল 1445

চট্টগ্রামে পুলিশের অনুমতি ছাড়া ‘সাহরি নাইট’ না

২০১৯ মে ০৬ ০৯:৩৪:২৬
চট্টগ্রামে পুলিশের অনুমতি ছাড়া ‘সাহরি নাইট’ না

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের যে কোনো জায়গায় রমজান উপলক্ষে ‘সাহরি নাইট’ করতে চাইলে পুলিশের অনুমতি নিতে হবে। রোববার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে নগরীর কোথাও কোথাও ‘সাহরি নাইট’ (সাহরি খাওয়ানোর অনুষ্ঠান) আয়োজন করা হয়ে থাকে। আসন্ন মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি সাহরি নাইট করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘সিটি স্পেশাল ব্রাঞ্চ’ থেকে আগে অনুমতি নেয়ার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত রমজানে নগরের জিইসি কনভেনশন হলে ‘সাহরি নাইটের’ নামে একটি ম্যানেজমেন্ট সংগঠন গান, বাজনা, জাদু প্রর্দশন ও অসামাজিক কর্মকাণ্ডের আয়োজন করলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে পুলিশ তা ভন্ডুল করে দেয়। সে সময় মেয়র ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছিল বিভিন্ন মহল।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর