thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৪ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

তিনটি অণু গল্প ।। মামুন আজাদ

২০১৯ মে ১০ ১৭:৪৭:৩২
তিনটি অণু গল্প ।। মামুন আজাদ

বৃক্ষ প্রেমিক

'গাছ আমাদের বিষ চুষে নেয়, বাঁচার অক্সিজেন দেয়, খাদ্য দেয়, বাসস্থান দেয়,গাছ ছাড়া আমরা বাঁচবো না ! গাছ মারবেন না !'
সিগারেটে কষে টান দিয়ে, চমৎকার স্লোগান লেখা টিনের পোস্টারগুলো গাছের গায়ে পেরেক দিয়ে লাগাচ্ছিলেন বৃক্ষ প্রেমিকগণ।

দৌড়বিদ

জমজমাট কবিতার আসরে আকাশে কালো মেঘ দেখে সবায় উৎকণ্ঠিত।
স্টেজে উঠলেন কবি শুকুর আলী।
'মেঘ দেখে ওরে করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে' সবাইকে অভয় দিলেন কবি শুকুর আলী।
মেঘের কড়কড় আওয়াজ আর বিদ্যুৎচমকালে সবার আগে দৌড়ে পালিয়ে, উনি প্রমাণ করলেন, তিনিই শ্রেষ্ঠ দৌড়বিদ !

চক্র

প্রবল শিলাবৃষ্টিতে শুকুর আলীর চালের টিন ফুটো হয়ে গেল।
সরকার মহোদয় টিনের বরাদ্দ দিলেন।রিলিফের টিন আসতে আসতে শীত এসে গেল। এবং শীতে যেহেতু বৃষ্টি হয়না তাই টিন ফেরত গেল।
আবার বর্ষা এল।
আবার বরাদ্দ।
আবার শীত !


(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১০,২০১৯)






পাঠকের মতামত:

SMS Alert

সাহিত্য এর সর্বশেষ খবর

সাহিত্য - এর সব খবর