thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিল প্রশাসন

২০১৯ মে ১৩ ১২:০৬:১৭
রাজশাহীতে আম পাড়ার সময় বেঁধে দিল প্রশাসন

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পরিপক্ব আম সরবরাহ করতে এবারও গাছ থেকে আম পাড়ার সময়সীমা বেঁধে দিয়েছে জেলা প্রশাসন।

রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় বিভিন্নজাতের আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গুটি আম গাছ থেকে পাড়া শুরু হবে ১৫ মে থেকে। আর যাঁরা ভালো জাতের আম খেতে চান, তাঁদের অপেক্ষা করতে হবে আরো কয়েকদিন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গোপালভোগ আম পাড়া যাবে ২০ মে থেকে, রানীপছন্দ ২৫ মে, খিরসাপাত বা হিমসাগর ২৮ মে পাড়া যাবে।

আর আমের মধ্যে সবচেয়ে সুস্বাদু জাত হলো ল্যাংড়া। ল্যাংড়া আমের প্রকৃত স্বাদ পেতে হলে অপেক্ষা করতে হবে ৬ জুন পর্যন্ত। আর মিষ্টি আম আম্রপালি ও ফজলি পাড়া শুরু হবে ১৬ জুন ও সবশেষ আশ্বিনা ১৭ জুলাই থেকে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দীন জানিয়েছেন, আমের জন্য এ বছরের আবহাওয়া খুব উপযোগী। রাজশাহী জেলায় এবার আমের চাষ হয়েছে সাড়ে ১৭ হাজার হেক্টর জমিতে। আর ফলনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ১২ লাখ সাড়ে ১৩ হাজার মেট্রিক টন। এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তাঁর আশা।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক বলেন, গত বছর ২৫ মেট্রিক টন উন্নত জাতের আম বিদেশে রপ্তানি করা হয়েছিল। এবারও আশা করা হচ্ছে, এর চেয়ে বেশি আম বিদেশে যাবে। এ জন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর