thereport24.com
ঢাকা, রবিবার, ১৮ আগস্ট ২০১৯, ৩ ভাদ্র ১৪২৬,  ১৫ জিলহজ ১৪৪০

ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

২০১৯ মে ১৪ ০৮:৩৩:০৫
ময়মনসিংহে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম রাসেল ওরফে পিলপিল রাসেলকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল ময়মনসিংহ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। এছাড়া তিনি জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিও ছিলেন।

কোতোয়ালি মডেল থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আল-আমিন জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর মৃত্যুঞ্জয় স্কুলের পাশ থেকে রাসেলের লাশ উদ্ধার করা হয়।

তার পিঠে ছুরিকাঘাতের দুটি চিহ্ন পাওয়া গেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে জানান এএসপি

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর