thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

পাকিস্তানে মসজিদের সামনে পুলিশ ভ্যানে হামলা, নিহত ৪

২০১৯ মে ১৪ ১২:১০:০৩
পাকিস্তানে মসজিদের সামনে পুলিশ ভ্যানে হামলা, নিহত ৪

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের কোয়েটায় তারাবির নামাজের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানপ্রদেশের রাজধানী কোয়েটার স্যাটেলাইট টাউনে এ হামলার ঘটনা ঘটে। খবর ডন ও জিও নিউজের।

হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করে কোয়েটার পুলিশপ্রধান আবদুর রাজ্জাক চিমা জানান, স্যাটেলাইট টাউনের মিনি মার্কেট জামে মসজিদের কাছে পুলিশ সদ্যদের টার্গেট করে এ হামলা চালানো হয়। পুলিশ সদস্যরা তারাবির সময় ওই মসজিদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। হামলাকারীরা মোটরসাইকেলে বিস্ফোরক বেঁধে আনে।

শক্তিশালী এ হামলায় আহত পুলিশ সদস্যদের অবস্থাও গুরুতর বলে জানান তিনি।

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার পর থেকে নিরাপত্তা বাহিনী এলাকাটির নিয়ন্ত্রণ নিয়ে আছে। এখন পর্যন্ত এ হামলার দায়ভার কেউ স্বীকার করেনি।

কোয়েটার স্যাটেলাইট টাউনে এর আগেও কয়েকবার এ ধরনের হামলার ঘটনা ঘটেছিল।

এর আগে গত শনিবার পাকিস্তানের গওধারে পার্ল কন্টিনেন্টাল (পিসি) হোটেলে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় চারজন নিহত হয়েছেন। বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি ওই হামলার দায় স্বীকার করেছিল।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর